দুই ব্যক্তিকে হাত ‘উপহার’ দিলেন চিকিৎসকেরা

দুই পুরুষ রোগী, একজন ৬৪ বছর বয়সী এবং অন্যজন ১৯ বছর বয়সী। একজন হাত হারিয়েছিলেন ট্রেন দুর্ঘটনায়, অপরজনের কারখানায় কাজ করতে গিয়ে হাত কাটা পড়েছিল। উত্তর ভারতের হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে সফলভাবে দুই রোগীর দেহে হাত প্রতিস্থাপন করলেন চিকিৎসকেরা। ৬৪ বছর বয়সী গৌতম তায়ালের জন্য, এটি ভারতে প্রথমবার এবং বিশ্বের একমাত্র দ্বিতীয় ঘটনা যেখানে একজন কিডনি প্রতিস্থাপনকারীর দেহে একটি হাত প্রতিস্থাপন করা হলো। দিল্লির বাসিন্দা গৌতম কারখানায় কাজ করতে গিয়ে বছর দুয়েক আগে একটি হাত হারিয়েছিলেন। বাঁ হাতের কব্জি থেকে বাকি অংশ বাদ পড়েছিল। তাঁর অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফল হয়েছে। ১০ বছর আগে গৌতমের কিডনি প্রতিস্থাপিত হয়েছিল। কিডনি প্রতিস্থাপনের পর কারও দেহে আবার হাত প্রতিস্থাপন প্রায় অসম্ভব বিষয়। সারা বিশ্বে এই নজির বিরল।

গৌতম পেয়েছেন ঠাণের ৪০ বছর বয়সি এক যুবকের হাত যাকে ব্রেন ডেথ বলে ঘোষণা করা হয়েছিল ।
দ্বিতীয় হাত প্রতিস্থাপন করা হয়েছিল দিল্লির ১৯ বছর বয়সী দেবাংশ গুপ্তার । তিন বছর আগে ট্রেন দুর্ঘটনায় দু’টি হাত এবং একটি পা হারিয়েছিলেন তিনি । অবশেষে হারানো হাত ফিরে পেয়েছেন তিনি। ১৭ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরের সঙ্গে দু’টি হাত জুড়ে দেওয়া হয়েছে। অমৃতা হাসপাতালের সেন্টার ফর প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারির ডাঃ মোহিত শর্মা বলেছেন -”এটি কেবল উত্তর ভারতের প্রথম হাত প্রতিস্থাপন নয়, এটি দেশের প্রথম একটি কিডনি প্রতিস্থাপন রোগীর দেহে হাত প্রতিস্থাপন করা হলো । চিকিৎসা বিজ্ঞানে এটি একটি অত্যন্ত বিরল এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত । দুই হাতের মিল করতে আমাদের দুটি হাড়, দুটি ধমনী, ২৫টি টেন্ডন এবং ৫ টি স্নায়ু যোগ করতে হয়েছিল। ” অস্ত্রোপচারের পর রোগী ভালো আছে , হাত নড়াচড়া করতে পারছে এবং এক সপ্তাহের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।