মো. মহিউদ্দিন হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী ১২নং চিকনদন্ডী ইউনিয়ন চৌধুরীহাট দাতারাম সড়ক আরাফাত টাওয়ার (২য় তলায়) বৃহস্পতিবার সকাল ১০টায় ১৮ই জানুয়ারি কেয়ার ম্যাক্স Health Centre এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়ার ম্যাক্স Health Centre এর ম্যানেজিং ডাইরেক্টর মো. তোহা ভূঁইয়া, এতে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন, উপজেলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসান বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট গাজী মোহাম্মদ ইরফান, যথাক্রমে উপস্থিত ছিলেন চৌধুরীহাট নার্সিং হোম এর চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সেবাই আমাদের মূল লক্ষ্য, ডাক্তারদের সেবা নিন আস্তা ও বিশ্বাসের সাথে, আমরা সর্বদাই গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে আছি ভালো চিকিৎসা দেয়ার জন্যই আপনাদের এলাকায় নিয়ে এসেছি কেয়ার ম্যাক্স Health Centre, এখানে আপনি যে সেবা গুলো পাবেন, প্যাথলজি, বায়োকেমিষ্ট্রি ও হরমোন, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথলজি, ডিজিটাল এক্স-রে, ডেন্টাল এক্স-রে, ই.সি.জি, আলট্রাসনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, এন্ডোসকপি, নিয়মিত টিকাদান সেবা ও সকল ধরনের টেস্ট করা হয় এবং উদ্বোধনীয় অনুষ্ঠান উপলক্ষে দুই দিন ব্যাপী ফ্রি চিকিৎসার সেবা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চৌধুরীহাট বাজার কমিটির সভাপতি মোঃ ইসহাক, সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, ডাইরেক্ট বৃন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রবিউল আলম, মোহাম্মদ মামুন, শান্তু বিকাশ নাথ, মোহাম্মদ মনসুর আলী, তপন নাথ উজ্জ্বল, পপি আক্তার ও কর্মকর্তা বৃন্দ।











