ফটিকছড়িতে বলী খেলায় যৌথ চ্যাম্পিয়ন শাহজালাল ও হোসেন বলী

শওকত হোসেন করিম, ফটিকছড়ি : ফটিকছড়িতে চারদিন ব্যাপী পৌষ মেলা উপলক্ষে বলী খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বশেষ ফাইনাল খেলায় ৫৭ মিনিট লড়াইয়ের পর কুমিল্লার শাহজাহান বলী ও মহেশখালীর হোসেন বলী কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন। এ খেলা পরিচালনা করেন চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলীর নাতি কমিশনার মোঃ মালেক। এ বলী খেলায় বিভিন্ন এলাকা হতে আশা প্রায় ১০ জন বলী অংশগ্রহণ করেন।
এদিকে, প্রথম সেমিফাইনাল খেলায় মুহাম্মদ রুবেল ও মোঃ শাহাব উদ্দিন মুখোমুখি হয়। প্রায় ১১ মিনিট ৩৬ লড়াইয়ে মুহাম্মদ রুবেল বলীর কাছে পরাজিত হন মোঃ শাহাব উদ্দিন বলী।
ফটিকছড়ির বারোমাসিয়া গ্রামের তৌহিদুল আনোয়ার হাই স্কুলে ওই মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে’র চারপাশে হাজারো মানুষের উপস্থিতিতে এবারের বলি খেলা অনুষ্ঠিত হয়।