জমির টপ সয়েল কেটে নেওয়ায় দুইজনকে জরিমানা

কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগে সাতকানিয়ায় দুই জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, , আরাফাত সিদ্দিকী বলেন, কৃষির জন্য উপকারী জমির টপ সয়েল কেটে নিয়ে বিক্রি করছিল কিছু অসাধু ব্যবসায়ী। খবর ঘটনাস্থলে গিয়ে রেজাউল করিম (৩৫) নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা এবং মো. আরমান (২৩) নামে আরেকজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।