ফটিকছড়িতে জামানত হারাচ্ছেন দু’দলের প্রধানসহ ৭জন প্রার্থী!


শওকত হোসেন করিম, ফটিকছড়ি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন দুই দলের প্রধান সহ মোট ৭জন। এরা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারি (একতারা) প্রতীক নিয়ে ৩হাজার ১শত ৫১ভোট পেয়েছেন। এপরদিকে নির্বাচনের ২দিন আগে নির্বাচন থেকে সরে যাওয়া বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি (ফুলের মালা) প্রতীক নিয়ে ২ শত ৩১ ভোট পেয়ে জামানত হারাতে যাচ্ছেন। ওই তালিকার আরো রয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মোহাম্মদ ফেরদৌস আলম (চেয়ার) ৫ শত ২৬ ভোট, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহ (মোমবাতি) ১ হাজার ৫ শত ৩৮ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম (লাঙ্গল) ২ শত ৫১ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান (ঈগল) ২ হাজার ২শত ৬১ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন চৌধুরী (ফুলকপি) ৩ শত ১১ ভোট পেয়ে জামানত হারাতে হচ্ছে । বিষয়টি নিশ্চিত করেন, সহকারী রিটার্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো:মোজাম্মেল হক চৌধুরী।
জানা গেছে, নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পেলে, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।
উল্লেখ্য, ফটিকছড়ি আসনে এবার মোট প্রার্থী ছিলেন ৯ জন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬হাজার ৪৮৭ জন। ১৪২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৫ শত ২০ টি। তার মধ্যে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ১ লাখ ৬ শত ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (তরমুজ) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ৩৬ হাজার ৫ শত ৬৬ ভোট পেয়েছেন।