চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে হবে ত্রিপক্ষীয় ভোট-যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হলে কালুরঘাট সেতু নির্মাণের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছেন। চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার ৬৪১। এরমধ্যে দুই লাখ ৫২ হাজার ৮৬৪ নারী এবং একজন ভোটার তৃতীয় লিঙ্গের।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় ত্রিপক্ষীয় ভোট-যুদ্ধের আশা করছেন ভোটাররা।

জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আওয়ামী লীগ এ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়। এ আসনে জাতীয় পার্টি তাদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সোলায়মান আলম শেঠকে মনোনয়ন দিয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই নেতা।

তারা হলেন, আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর ইউনিটের কোষাধ্যক্ষ আবদুচ সালাম, যিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরী, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর। এই আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণায় এই তিন প্রার্থীই দৃশ্যত এগিয়ে।