নৌকা-ইগলের হাড্ডাহাড্ডি লডাই হবে টেকনাফে

টেকনাফ প্রতিনিধি::অপেক্ষার পালা শেষ। সারাদেশে এক যুগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তপশীল মতে ভোট গ্রহণ আজ (৭ জানুয়ারী) রবিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। সে হিসেবে শনিবার দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, তবে ভোটের ব্যালট পেপার ভোট গ্রহনের দিন সকালে পাঠানো হবে বলেও জানা যায়। এ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ দু’উপজেলা জুড়েই। নির্বাচনে জাতীয় সাংসদ সদস্য পদে প্রতিদ্ব›িদ্ধতা করছেন সাতজন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দু’প্রার্থীর প্রতীক নৌকা ও ঈগল। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের সাংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান এমপি শাহীন আক্তর (নৌকা), নাকি পরিবর্তনের স্লোগান নিয়ে আসা স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর (ঈগল) কে বেছে নেবেন ভোটাররা তা জানতে এখন কেবল একটু অপেক্ষা। তবে কক্সবাজার-৪ আসনের জাতীয় সাংসদ সদস্য যিনিই হোন না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলছেন সাধারণ ভোটাররা। এদিকে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে। জাতীয় সাংসদ সদস্য পদে ৭ প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত ও বর্তমান এমপি শাহীন আক্তর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর (ঈগল), জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী মুজিবুল হক (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মুফতি ওসমান গণি চৌধুরী (মিনার), ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপির) ফরিদ আলম (আম) ও কংগ্রেস পার্টির মোঃ ইসমাঈল (ডাব) । কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ ২৯৭) আসনে মোট ভোটার রয়েছে ৩লাখ ২৬ হাজার ৯৭১ জন। ১ লক্ষ ৬৭ হাজার ১৪১ পুরুষ ও ১ লক্ষ ৫৯ হাজার ৮২৮ মহিলা ও ২ জন হিজড়া ভোটার রয়েছে। তন্মধ্যে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৪৭ কেন্দ্রের মধ্যে রাজাপালং ইউনিয়নে ৪১হাজার ৯৭৫, হলদিয়া পালং ইউনিয়নে ৩৪ হাজার ৩৯৭, জালিয়া পালং ইউনিয়নে ৩১ হাজার ২১৮, পালংখালী ইউনিয়নে ৩৪ হাজার ৩৯৭, রতœাপালং ইউনিয়নে ১৯হাজার ৩৮১ ও টেকনাফ উপজেলার ১টি পৌরসভা সহ ৬টি ইউনিয়নের ৫৭ ভোট কেন্দ্রের মধ্যে, টেকনাফ পৌরসভায় ২৩ হাজার ৪৬৩, হোয়াইক্যং ইউনিয়নে ৩৪ হাজার ৫৫০, হ্নীলা ৩১ হাজার ৫৫১, টেকনাফ সদর ২৪ হাজার ৯২৫, সাবরাং ইউনিয়নে ৩৭ হাজার ১২২, বাহারছড়া ইউনিয়নে ২২ হাজার ৩৪৪, সেন্টমার্টিন ইউনিয়নে৩ হাজার ৬৭৪ ভোটার রয়েছে।