পটিয়ায় বিটা কেন্দ্রে ইন্টারচেঞ্জ আর্ট গ্রুপের আর্টক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) এর আমন্ত্রণে চট্টগ্রামের পটিয়াস্থ বিটা সাংস্কৃতিক ও উন্নয়ন কেন্দ্রে ইন্টারচেঞ্জ আর্ট গ্রুপের  “কোয়েস্ট অব গ্রীন” শীর্ষক দু’দিন ব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । ইন্টারচেঞ্জ আর্ট গ্রুপের আয়োজনে ২৬-২৭ ডিসেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালা ও পরবর্তীতে চিত্র প্রদর্শনীতে গ্রুপের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর প্রণব মিত্র চৌধুরী, চবি  চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর উত্তম বডুয়া, চিত্রশিল্পী সামসুল আলম সোহেল, চিত্রশিল্পী জিয়াউদ্দিন চৌধুরী এবং চিত্রশিল্পী আজিজুল কদির অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ দিন ২৭ ডিসেম্বর বিকাল ৪টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)’র কর্ণধার শিশির দত্ত।  এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতজ্ঞ ডাক্তার দীপঙ্কর দে, সাংবাদিক ডেইজী মওদুদ,নাট্যজন শুভ্রা বিশ্বাস, সংস্কৃতজন সুস্মিতা চৌধুরীও  অমৃতা নন্দিনীসহ আগত অতিথিবৃন্দ ।

প্রদর্শনীর উদ্বোধন কালে বিটা’র কর্ণধার শিশির দত্ত তার  বক্তব্যে বলেন, “এই কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত । বিটা সাংস্কৃতিক ও উন্নয়ন কেন্দ্রের পরিবেশ শিল্পী ও সৃজনশীলদের জন্য অত্যন্ত উপযোগী। এখানে রয়েছে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত নয়নাভিরাম আবাসিক আয়োজন যা শিল্পীরা তাদের চিত্র কর্মে এবং চর্চায় প্রাধান্য পেয়েছে। সবুজের খোঁজে  শিল্পীদের অনুসন্ধান আমাকে বিমোহিত করেছে । তিনি এ ধরণের আর্ট ক্যাম্প আরো আয়োজন করার জন্য ইন্টারচেঞ্জ আর্ট গ্রুপের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করেন এবং তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন । প্রদর্শনীর শেষ চট্টগ্রামের আঞ্চলিক গানসহ বেশ কিছু গান পরিবেশন করে বিমোহিত করেন সংগীতজ্ঞ ডাক্তার দীপঙ্কর দে  । উক্ত প্রদর্শনী  সকলের জন্য উম্মুক্ত ছিল।