শওকত হোসেন করিম, ফটিছকড়ি: ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালন করে ৭ টি ড্রেজার মেশিন ধ্বংস ও ২টি ড্রেজার মেশিন, ২টি ট্রাক, ১টি স্কেভেটারসহ ৮৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের চিকনিয়াখিল এলকায় ওই অভিযান পরিচালিত করা হয়। এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। তিনি জানান, স্থানীয় জনসাধারণ ও ব্যাটেলিয়ান আনসারের সহযোগীতায় এ অভিযান পরিচালন করি এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।