শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে প্রচুর উন্নয়ন হয়েছে

কাপ্তাইয়ে প্রচারনা সভায় দীপংকর

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় কাপ্তাইয়ের দূর্গম চিৎমরম এলাকা সহ পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ এবং ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সে ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মঙ্গলবার (২ জানুয়ারি ) সকালে কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের বাজার সংলগ্ন রেস্ট হাউসে চত্বরে এক নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯ নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী সাবেক সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন। নির্বাচনী প্রচারনা সভাটি জনসমুদ্রে রুপ নেওয়ায় তিনি সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহবান জানান। চিৎমরম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রচারনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী এবং উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিচিং মারমার সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার ও বির্দশন বড়ুয়া, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াশিংটন চাকমা, অংহ্লাচিং মারমা ও লুৎফর রহমান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হানিফ বাবুল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মোঃ সামসুল আলম, ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা থোয়াই অং মারমা, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং, কাপ্তাই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী সহ রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি উক্যসাই মারমা। এরআগে তিনি ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে পঞ্চশীল প্রার্থনা করেন। এদিকে, দীপংকর তালুকদার মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগনই সকল ক্ষমতার উৎস। তাই আগামী ৭ জানুয়ারি জনগনই নির্বাচন করবেন কে ক্ষমতায় যাবে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে ভরাডুবি জেনে নির্বাচন বর্জন করেছে। কাপ্তাই ইউনিয়নের ৭, ৮ ও, ৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি আয়োজনে প্রচারনা সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহআলম চৌধুরী। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে তিনি কাপ্তাই ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নতুনবাজার এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর এতে সভাপতিত্ব করেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি বাজারে পথসভায় বক্তব্য রাখেন।