Warm love-23 এর শীতবস্ত্র-শিক্ষা সামগ্রী বিতরণ

 শওকত হোসেন করিম,ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের পাহাড় বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল হরিণমারা কুম্ভা রাম ত্রিপুরা পল্লী। এ অঞ্চলের ত্রিপুরা এবং বাঙালি ১হাজার মানুষের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে Warm Love-23 চট্টগ্রাম এর এসএসসি২০০২,এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশ। ৩০ডিসেম্বর (শনিবার) ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণেরর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই ব্যাচের শিক্ষার্থী মোজাম্মেল হক অপু। বিশেষ অতিথি ছিলেন- ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান, নারায়ণহাট ইউপির চেয়ারম্যান মো: আবু জাফর মাহমুদ, সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকা প্রবাসী মো: আনোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- গ্রুপ মেম্বার অর্ণন বড়ুয়া, ফয়সাল, অভি, আরিফ রনি, জিকু চৌ:, ইয়াছিন, জনি, শীলা, তাহের, সরোয়ার, সোহাগ, সাইদ, এলিট প্রমুখ। শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন,এ শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরবি মানুষদের জন্য প্রয়োজনীয় পাওয়া। Warm Love-23 চট্টগ্রাম এর এসএসসি২০০২,এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশের এ মহৎ কাজকে ধন্যবাদ জানায়। তারা সামনে আরো বৃহত্তর পরিসরে এ আয়োজন করবে বলে আশাবাদী। Warm Love-23 চট্টগ্রাম এর এসএসসি২০০২,এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আমরা প্রায় ৮০০ জনকে কম্বল ও শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং শীত বস্ত্র বিতরণ করেছি। অসহায় মানুষগুলো এসব উপহার পাওয়ার পর যে হাসি ফুটে তাতেই আমাদের আনন্দ।