সড়কের আইল্যান্ড যেন ফুল বাগান

শফিউল আলম,সংবাদদাতা রাউজান ঃ ৬শত ২৮ কোটি টাকা ব্যায়ে সড়ক ও জনপথ বিভাগের আওতায় নির্মান করা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসকের চার লেইন সড়ক । চট্টগ্রাম রাঙ্গামাটি ৪ লেইন মহাসড়কের রাউজানের মুন্সিল ঘাটা থেকে গহিরা বড়পুল পর্যন্ত সড়কের মাঝখানের আইল্যান্ডে রোপন করা হয়েছে গাঁদা ফুলের চারা । সড়কের মাঝের আইল্যান্ডে রোপন করা ফুল গাছের ফুল অপরুপ সৌর্ন্দয সৃষ্টি হয়েছে । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে রাউজান, রাঙ্গুনিয়্,া ফটিকছড়ি, পার্বত জেলা রাঙ্গামাটি যাতাযাত করার পথে বাস, কার, মাইক্রোবাস এর হাজার হাজার যাত্রী সড়কের মাঝের আইল্যান্ডে ফুলের সৌরভ দেখে আনন্দে উদ্বেলিত হচ্ছে । যাত্রীরা যানবাহন থেকে নেমে ফুল গাছের ছবি তোলছে । এছাড়া ও মহাসড়ক দিয়ে চলাচলকারী পথচারী, স্কুল কলেজ, মার্দ্রসার শিক্ষার্থীরা সড়কের মাঝে ফুলের সৌরভ দেখে আনন্দে মেতে উঠছে । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের মাঝের আইলণ্যান্ডে রাউজানের পশ্চিম গহিরা ঢেউয়া পাড়া, খাদ্য গুদাম, বাইন্যৗা পুকুর এলাকায় সড়কের পাশের কৃষকরা সব্জি ক্ষেতের চাষাবাদ করেন । রাউজান পৌরসভার ৪নঙ ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া এলাকার বাসিন্দ্বা সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন সড়কের সৌন্দর্য বৃদ্বি করার জন্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে ফুল গাছের চারা রোপন করেন। প্রতিনিয়ত লোকজন দিয়ে সড়কের মাঝখানে রোপন করা ফুল গাছের পরিচর্য়া করেন বলে সালাউিদ্দিন জানান ।