নির্মাণাধীন মেরিডিয়ান ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম মহানগরীর দামপাড়ার মেরিডিয়ান এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিক অলি উল্লাহ (২৮) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আমিন উল্লাহ’র ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই বলেন, দামপাড়াস্থ বাওয়া স্কুলের পাশে নির্মাণাধীন মেরিডিয়ান ভবন থেকে পড়ে গুরুতর আহত হন অলি উল্লাহ নামে এক শ্রমিকরা। দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।