সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর প্রচারণা শুরু


নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাজার জিয়ারতের মধ্যদিয়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ইসহাক কাদের চৌধুরী প্রচারণা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলার হয়রত খাজা কালুশাহ এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি কালুশাহ নগর, ফৌজদারহাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন। এসময় তিনি এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত এবং আধুনিক সীতাকুণ্ড গড়তে ৩০ ডিসেম্বর ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগকালে ইসহাক অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন সব দলের জন্য সুযোগ সুবিধার কথা বলা হলেও তা হচ্ছে না। প্রতিদিনই পুলিশ নেতা-কর্মীদের গ্রেফতার করছে। তবুও বাধাঁ-বিপত্তি উপেক্ষা করে আমরা প্রচারণায় নেমেছি।তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

গনসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক তফাজ্জল আহমেদ,সাবেক আহবায়ক ইউনুছ চৌধুরী, উত্তর জেলা যুবদল সাবেক সভপতি কাজী মোঃ সালাউদ্দিন, হাফিজজুট মিলস শ্রমিকদল নেতা কামাল উদ্দিন, বিএনপি নেতা বদিউল আলম হারুন,আবুল কালাম আজাদ, এনামুল বারী, উপজেলা ছাত্রদল সভাপতি ইরফানুল হাসান রকি, বিএনপি নেতা খোরশেদ আলম মেম্বার,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হাসান প্রমুখ।