বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অগ্নিকাণ্ডে কেবি আমান আলী রোডের জেল্লাপাড়া এলাকায় ২টি বাড়ির ব্যপক ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান চকবাজার থানা পুলিশ।
ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানানো হয় তাদের বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে এ সময় কেউ আহত হননি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল জানান, শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন লাগার খবর পেয়ে আমদের চার টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের চার টিমের প্রায় ত্রিশ মিনিটের মত সময় লাগে। এ আগুনে মানুষের কোনো ক্ষতি হয়নি। তবে একটি দুইতলা টিন শেড বাড়িতে তিন লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পাশের আর একটি ভবনের আংশিক ক্ষতি হয়। রথযাত্রার কারণে ঘরে লোকজন না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।