এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। এখন খুব একটা অভিনয়ে দেখা যায় না তাকে। গল্প ও চরিত্র মনের মতো পান না বলেই কাজ থেকে দূরে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এবার বাপ্পারাজ ভক্তদের জন্য সুখবর হলো দীর্ঘ বিরতির পর পর্দায় হাজির হচ্ছেন তিনি। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাবে তার অভিনীত সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’। মায়ের আঁচল মিডিয়া প্রযোজিত ও বাহার উদ্দিন খেলন পরিচালিত এ ছবিটির অন্যতম প্রধান ভূমিকায় দেখা যাবে বাপ্পারাজকে। মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর অত্যাচারে ধর্ষিতা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এতে বাপ্পারাজ মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, পাক বাহিনী খ্রিস্টান ধর্মের মেরি নামের এক বাঙালি নারীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে যায়। ঘটনাচক্রে ওই এলাকার মুক্তিবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মেজর আকবর সে ধর্ষিতা নারীকে বিভিন্নভাবে সহযোগিতা করে সুস্থ করে তোলেন।
পরবর্তীতে সেই নারীকে বিয়ে করে সমাজে সম্মানের জায়গায় স্থান দেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেজর আকবর দেশমাতৃকার স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রয়াত আব্দুল আজিজ, রেহানা জলি, নাসরিন হেলালী, এবং দীঘি।











