ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পটিয়ায় মনসার টেক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৩ জুলাই) রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়ার চরকানাই এলাকার আব্দুস সালামের ছেলে আলী বাহাদুর (৫৮) ও নিরঞ্জন শীলের ছেলে দয়াল শীল (৪০)। দুর্ঘটনায় আহতরা হলেন- রবিউল আরাফাত (২২) ও মো.জাহেদ (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পানবোঝাই একটি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।