এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আশু রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল আজ ৩ জুলাই বাদে আসর লালদীঘি শাহী জামে মসজিদে নগর জাতীয় পার্টির সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ দীর্ঘ ৯ বছর বাংলার মেহনতি মানুষের কল্যাণে অসংখ্য জনহিতকর কাজ করেছেন। ২০টি মহকুমাকে ৬৪ জেলায় রুপান্তর, উপজেলা পদ্ধতি প্রবর্তন, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সৃষ্টি, শিল্পনীতি, শিক্ষানীতি, ঔষধনীতি প্রণয়ন করেছেন, পথপলি ট্রাষ্ট, কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম ও শুক্রবারকে সাপ্তাহিক বন্ধ ঘোষনার পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ট্রাষ্ট গঠন করেছিলেন। দেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছিলেন। জাতির কল্যাণ সাধনে এখনও উনার অনেক অবদান রাখার সুযোগ রয়েছে। বক্তারা আশা প্রকাশ করে বলেন আল্লাহর অপার মহিমায় পল্লীবন্ধু আবারও সুস্থ্য হয়ে দেশের কল্যাণে কাজ করবেন। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক নুরুছাফা সরকার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক বেঙ্গল, নগর জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, গাজী মাহবুব হাসান, সাংগঠনিক সম্পাদক ইউনুফ আলকরনী, নগর যুব সংহতির সভাপতি এস.এম সাইফুল্লাহ সাইফু, সাধারন সম্পাদক অধ্যাপক নুরুল বশর সুজন, নগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, এম আজগর আলী, নগর শ্রমিক পার্টির সাধারন সম্পাদক দিল মুহাম্মদ দিলু, জাতীয় সাইবার পার্টি কেন্দ্রীয় সভাপতি জাতির হোসেন, নগর সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, রফিকুল ইসলাম বাদল, এম এ হান্নান, ইপিজেড থানা জাপা যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কান্টু, নগর ছাত্রসমাজ যুগ্ম সাধারন সম্পাদক মো: ফয়সাল, আবু হানিফ নোমান, যুগ্ম দপ্তর সম্পাদক আবু হাসান, জাপা নেতা জহির আহমদ সওদাগর, ওসমান গণি, বাহার উদ্দিন, শান্ত শিকদার, মো: হাসান প্রমুখ। মিলাদ শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্রুত আরোগ্য কামনায় মুনাজাত পরিচালনা করেন লালদীঘি শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব নাসির উদ্দিন।