রূপসী বাংলা স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান

কাতারে জমকালো আয়োজনে শেষ হয়েছে রূপসী বাংলা সাংস্কৃতিক জোট-কাতার এর প্রথম যুগপূর্তি উদ্যাপন উপলক্ষে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রূপসী বাংলা সাংস্কৃতিক জোট কাতার এর সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন তপন মহাজন, সিআইপি এনাম চৌধুরী ও সংবর্ধিত অতিথি ছিলেন নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব ও গণ অধিকার পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ আবু মনছুর ও লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী শিকদার। অনুষ্ঠানে কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাচ, গানসই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।