নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১০: চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার বুঝে গেছে তাদের পায়ের নিচে মাটি নেই। তাই দমন-পীড়ন চালিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু কোনো বাধাই বিএনপিকে নির্বাচন থেকে সরানো যাবে না।
তিনি আজ বুধবার বেলা ১১টায় নগরের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। নোমান বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ নৌকাকে প্রত্যাখান করবে। সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে।
তিনি বলেন, গ্রেপ্তার, নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে সরকার বিএনপিকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু তাদের সে অপচেষ্টা ব্যর্থ হবে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করবে।
নোমান পাহাড়তলী সাগরিকা মোড় থেকে শুরু করে কাজীরদীঘি, পাঠান পাড়া, ফৌজদার পাড়া, সাগরিকা রোড, বশির শাহ মাজার, লোহারপুল ও সরাইপাড়া বিশ্বরোড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নিজের জন্য ভোট চান।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল, আহমেদুল আলম রাসেল, আবু জহুর, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, স্থানীয় বিএনপি নেতা নুর সেলিম বাংগালী, নাজিম উদ্দীন, কামাল উদ্দীন প্রমুখ।
চট্টগ্রাম-৮ :নগরের বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাটের হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি।
সেখান থেকে ৪ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে প্রচারপত্র বিলি করেন।
এ সময় ভোটারদের কাছে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান নিজের জন্য ভোট চান। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।
চট্টগ্রাম-৯: কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেছেন, ভোট কেন্দ্র পাহারা দেয়ার শপথ নিতে হবে মহানগর ছাত্রদলকে। জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে বিএনপির চালিকা শক্তি। আসন্ন নির্বাচনে ছাত্রদলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের যে গৌরবৌজ্জ্বল ভূমিকা ছিল ভবিষ্যতেও ছাত্রদলকে ডা. শাহাদাতের ধানের শীষের পক্ষে সেইরূপে অবতীর্ণ হতে হবে। তিনি আজ ১২ ডিসেম্বর বুধবার বিকালে আমির বাগ আবাসিক এলাকায় চট্টগ্রাম-৯ আসনে কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।