আগুন আতঙ্কে ১২ গার্মেন্ট কর্মী আহত

নাসিরাবাদ বেবি সুপার মার্কেট এলাকায় এমএস গার্মেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছে ১২ গার্মেন্ট কর্মী।

বুধবার (০৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এমএস গার্মেন্টের ৩য় তলায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- দুলালী (২৫), সাজিদা (২৫), লিজা আক্তার (১৭), সালমা বেগম (২৫), শারমিন আক্তার (২৪), রুনাপ্রু মারমা (২৪), রেহেনা (৩২) , ঝরনা (১৮), স্বপ্না (১৯), লিপি বেগম (২২) এবং লিপি দাস (৩২)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আগুন আতঙ্কে নিচে নামতে গিয়ে ১২ গার্মেন্ট কর্মী আহত হয়েছেন। তারা চমেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, নাসিরাবাদ এমএস গার্মেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি তেমন বড় আগুন নয়। তারা নিজেরা নিভিয়ে ফেলেছেন।