মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত নির্মূল কমিটির অসাম্প্রদায়িক আন্দোলন চলমান থাকবে

একজন মুক্তিযোদ্ধা যেমন আমৃত্যু মুক্তিযোদ্ধা হিসেব বেঁচে থাকা গৌরবের, ঠিক তেমনি শহীদজননী জাহানারা ইমাম ঘোষিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা হিসেবে নির্মূল কমিটির সদস্য থাকাও সম্মানের এবং গৌরবের।
দীর্ঘ ৩১ বছর যাবৎ যাঁরা নির্মূল কমিটিকে ধরে রেখেছেন তাদের প্রতি লাল সালাম জানিয়ে বক্তারা আরো বলেন, নানা সময়ে কতিপয় লোকজনকে আমরা রঙ বদলাতে দেখেছি। যুগে যুগে তারা আমাদের মূল ধারা থেকে বিচ্যুৎ করতে তৎপর ছিলো, সেইসব বর্ণচোরদের সম্পর্কে সচেতন ও সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত নির্মূল কমিটির অসাম্প্রদায়িক আন্দোলন চলমান থাকবে।
আগামী ১৮ নভেম্বর সংগঠনের চট্টগ্রাম জেলা সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা ১২ নভেম্বর বিকেল ৫টায় নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে সংগঠনের ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- মহানগর যুবলীগ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, উত্তর জেলা কৃষক লীগ নেতা অ্যাডভোকেট আলহাজ¦ সৈয়দ কামাল উদ্দীন, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন রুবা, প্রফেসর ড. মো. মোজাহেরুল আলম, মহানগর যুবলীগ নেতা এ.কে.এম জাবেদুল আলম সুমন, সুমন চৌধুরী, হাজী মোহাম্মদ ইব্রাহিম, এম.এ মান্নান শিমুল, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আবু সায়েদ সুমন, মিথুন মল্লিক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ আরিফ, আলী আকবর বাবুল, আবু সাদাত সাইমন অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন, রাজীব চৌধুরী রাজু, সুচিত্রা গুহ টুম্পা, সাংবাদিক আহমেদ কুতুব, পাহাড়তলী থানা শাখার আহ্বায়ক সাহাব উদ্দিন (আঙ্গুর), ডবলমুরিং থানা শাখার সদস্য সচিব জাহেদুল আলম মুরাদ, চান্দগাঁও থানা শাখার সদস্য সচিব সুমন দাশ, বাঁশখালী থানা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোছাইন, ইঞ্জিনিয়ার শুভ্র দেব কর, অথৈ মজুমদার, পংকজ বড়ুয়া, মরিয়ম আক্তার মুক্তা, জান্নাতুল ফেরদৌস রুমি, নাছিমা আকতার, রিনা আক্তার, আবুল হাসনাত মিনহাজ, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, মো. এবাদুল হক প্রমুখ।
সভায় সম্মেলন উপলক্ষে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নিয়মিত বসার সিদ্ধান্ত হয়েছে এবং সম্মেলন উপলক্ষে একটি বিশেষ প্রকাশনারও উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে নির্মূল কমিটির নেতৃবৃন্দকে সকল ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।