নতুন করে বিতর্ক উস্কে দিলেন পায়েল

চলতি বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা মুহাম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি। তার এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন অভিনেত্রী-রাজনীতিবিদ পায়েল ঘোষ। বিয়ের প্রস্তাবের পর এবার আবার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পায়েল। তিনি লিখেছেন, দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়। যদিও পায়েলের শামিকে দেওয়া বিয়ের প্রস্তাবের পর মাঠে নেমেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন জাহান। দীর্ঘ দিন ধরে শামির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা লড়েছেন হাসিন। এর মাঝে এসে হাজির হয়েছেন পায়েল। নতুন পোস্ট করার আগে ‘এক্স’ হ্যান্ডল থেকে পায়েল পোস্ট করেন, শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।

অভিনেত্রীর পোস্টগুলো দেখে বোঝা যায় যে, পায়েলের মন প্রেমে ব্যাকুল হয়ে উঠেছে। তবে এই ব্যাকুলতা শামির জন্য কি না, তা স্পষ্ট করেননি পায়েল। তবে অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেজায় চটেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন। তার বক্তব্য কেউ কিছু না জেনেই সব লিখছে! কিন্তু সত্যিই কি তিনি শামির প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছেন যে, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন?
পায়েল বলেন, বিষয়টা একেবারেই তেমন নয়। আসলে শামির খেলা দেখে এত ভাল লেগে গিয়েছিল যে, উত্তেজনায় ওটা লিখে দিয়েছি। অন্য দিকে শামির স্ত্রী পায়েলের উপর যেভাবে চটেছেন, সেই সম্পর্কে অভিনেত্রী বলেন, শামির ব্যক্তিজীবন নিয়ে আমার কোনও আগ্রহ নেই। আমি তার খেলা দেখে মুগ্ধ হয়েই ওই কথাটা লিখেছি।

১৯৯২ সালে সেন্ট পল্স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পরেই অভিনয়ের উদ্দেশ্যে পাড়ি দেন মুম্বইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যার ছবি ‘প্রায়াণাম’-এ অভিনয় করেন পায়েল। পরে ‘বর্ষাধারে’, ‘উসারাভেল্লি’, ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। তবে নিজের অভিনয় কেরিয়ারের তুলনায় বেশি চর্চায় আসেন মিটু আন্দোলনের সময় অনুরাগ কাশ্যপের নামে যৌন হেনস্থার অভিযোগ এনে। শুধু তা-ই নয়, তিনি পরিচালকের নামে এফআইআরও দায়ের করেন।