গত দুই বছরে ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন সামিরা খান মাহি। কখনো তাকে দেখা গেছে অজপাড়াগাঁয়ের আঞ্চলিক ভাষার তরুণী রূপে, আবার কখনো শহুরে গ্ল্যামারার্স চরিত্রে। কখনো দেখা গেছে অতি সাধারণ আবার কখনো প্রতারক প্রেমিকার বেশে। নাটকের প্রায় সব ব্যস্ত অভিনেতার বিপরীতেই মাহিকে পাওয়া গেছে। শুরু থেকেই একটু গতানুগতিক ধারার বাইরের কাজ করতে চাইছিলেন মাহি। তবে এবার তিনি চাইছেন নিজেকে আরেকটু গুছিয়ে নিতে। এমনটাই জানালেন তিনি। গতকাল থেকে পূবাইলে নতুন একটি নাটকের শুটিং করছেন এই মেধাবী অভিনেত্রী। নাটকের নাম। পরিচালনা করছেন সাইদুর বারী চৌধুরী।
এতে মাহি অভিনয় করছেন নিলয় আলমগীরের বিপরীতে। এ নাটকের পর আরও একটি নতুন নাটকের কাজ মাহি শুরু করবেন উত্তরায়। পূবাইলের শুটিং স্পট থেকে মুঠোফোনে মানবজমিন’র সঙ্গে কথা হয় এ অভিনেত্রীর। কাজ এর সংখ্যা হঠাৎ কমিয়ে দেয়ার কারণ কি? মাহি বলেন, আমি শুরু থেকেই একই ধরনের কাজ করতে পছন্দ করি না। হঠাৎ মনে হলো একঘেয়েমি একটা ব্যাপার চলে এসেছে গল্প ও চরিত্রে। এ কারণেই একটু কম কাজ করা। আমি যে চরিত্রগুলো করেছি চাইছি সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে। এজন্য গল্প ও চরিত্র বুঝে কাজ করছি। মাহি আরও বলেন, তাছাড়া এখন নিজেকে সময় দিচ্ছি। দুই বছর টানা নাটকে কাজ করার ফলে নিজের যত্ন তেমন করা হয়নি। সেটা করছি এখন। আরেকটু গুছিয়ে নিচ্ছি নিজেকে। সামনে কি ওটিটি কিংবা সিনেমায় পাওয়া যাবে মাহিকে? এ বিষয়ে তিনি বলেন, ওয়েব ফিল্মে কাজের কথা হচ্ছে। হয়তো ডিসেম্বরে শুরু হতে পারে কাজ। আর সিনেমার কথা বলতে পারছি না। বেশকিছু প্রস্তাব এসেছে। এরমধ্যে চিত্রনাট্যও ভালো লেগেছে। বাকি ব্যাপারগুলো ব্যাটে-বলে মিললে হয়তো করতেও পারি। তবে আমি বড় পর্দার জন্য নিজেকে আরও প্রস্তুত করতে চাই। সেই প্রস্তুতির সময়টাই এখন চলছে। এরইমধ্যে প্রেমিককে নিয়ে প্রকাশ্যেও এসেছেন মাহি। বিয়ের পরিকল্পনা কী রয়েছে? মাহি অবাক কণ্ঠে বলেন, একদমই না! আমি কাজ নিয়ে এখন ভীষণ সিরিয়াস। এতদিন তো একধারার কাজ করে গেছি। এখন গুছিয়ে কাজ করতে চাই। এ সময়টায় বিয়ের কথা ভাবছি না। সেটা আরও পরের বিষয়।