এখনও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

গত বিশ্বকাপের মতো এবারও সেমিফাইনালে ওঠার জন্য অসম্ভব সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে। বাবর আজমের দলের সেমির রাস্তা সহজ করতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হতো শ্রীলঙ্কাকে। সেটা তো হয়নি বরং কিউইদের বিপক্ষে স্রেফ বিধ্বস্ত হয়েছে লঙ্কানরা। ফলে এখন কার্যত বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের শেষ চারে ওঠার সম্ভাবনা শুন্যের কাছাকাছি। যদিও কাগজে-কলমে এখনও সম্ভাবনা রয়েছে পাকিস্তানের।

বড় জয়ে ১০ পয়েন্টের সঙ্গে নিউজিল্যান্ডের নেট রানরেট বেড়ে হয়েছে ০.৭৪৩। অন্যদিকে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় পাকিস্তানের নীচে রয়েছে আফগানিস্তান। নতুন সমীকরণ অনুযায়ী নিউজিল্যান্ডের রান রেট টপকাতে গেলে পাকিস্তানকে মেলাতে হবে প্রায় অসম্ভব সমীকরণ। যেখানে আগে ব্যাটিং করে ৩০০ রান করলেও জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। আর আগে বোলিং করলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ৫০ রানের মধ্যে।

তবে শুধু তাতেই হবে না, সেটা আবার টপকাতে হবে ২ ওভারের মধ্যে। তবে স্কোর সমান হয়ে যাওয়ার পর ছক্কা মেরে জয় নিশ্চিত করতে পারলে আরও ১৭ বল হাতে থাকবে পাকিস্তানের। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি হবে দুপুর আড়াইটায়।
অন্যদিকে আফগানিস্তানের জন্যও সমীকরণ অস্মভবই বলতে হবে। আগামীকাল দক্ষিণ আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৮ রানের মতো ব্যবধানে জিততে হবে তাদের।