হাটহাজারীতে অবসরপ্রাপ্ত ও নবনিযুক্ত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ
হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শিক্ষা ব্যবস্হায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করা গেলে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ সহজ হবে। সরকার এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের উদ্যোগ গ্রহন করেছে। সরকারের এই উদ্যোগের ফলে শিক্ষকদের সম্মান বৃদ্ধি পেয়েছে। জাতিকে এগিয়ে নিয়ে বিশ্বের সাথে তাল মিলানোর প্রতিযোগিতায় নিজেদের ঠিকিয়ে রাখতে যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে হবে। আর এই যোগ্য শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আজ শনিবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত অবসরপ্রাপ্ত ও নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হাটহাজারী পৌরসদরস্হ একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফিরোজ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রনজিৎ কুমার নাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক শিমুল কান্তি মহাজন। অতিথি ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী,আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, শাহনেওয়াজ হোসেন চৌধুরী,সৈয়দ মনজুরুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাবুল চন্দ্র সরকার, আলী নাসের চৌধুরী, সুনীতি বিকাশ আচার্য, রতন কুমার নাথ, নব নিযুক্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন গোলাম আজম, সংগঠনের প্রাক্তন সভাপতি এমরান হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মকছুদুল করিম।প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও সহকারী শিক্ষক চাঁন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মোঃ কাউসার, অনুপম ভট্টাচার্য ও সজিব কুমার সিংহ। অনুষ্ঠানে ১শত ৪ জন অবসর প্রাপ্ত এবং ১ শত ২০ জন নব নিযুক্ত শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রধান অতিথি ও অতিথি বৃন্দ সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।