ভিন্নধর্মী সিনেমায় ববি

চলচ্চিত্রের গ্ল্যামারাস চিত্রনায়িকা ববি হক। এরইমধ্যে বেশ কিছু ছবির মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ক’দিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত সরকারি অনুদানের ছবি ‘বৃদ্ধাশ্রম’। ছবিটি পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী এসডি রুবেল। এ গায়কের বিপরীতেই দেখা গেছে ববিকে। ছবিটিতে এ নায়িকার অভিনয়ও প্রশংসিত হয়েছে। এদিকে সামনেই আসছে ববির নতুন আরও একটি সিনেমা। ‘ময়ূরাক্ষী’ শীর্ষক এ সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। ছবিটির নির্মাতা রাশিদ পলাশ। দ্রুতই ছবিটি মুক্তির তারিখ ঘোষখণা করা হবে।

ববি বলেন, এটি আমার ক্যারিয়ারের অন্যতম ভিন্নধর্মী একটি ছবি। আমার চরিত্রটিও তাই। সব মিলিয়ে এর কাজও খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।
আমি নিজেও অপেক্ষায় আছি ছবিটি মুক্তির। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই। রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা ও জাহিদ নীরব।