কোন প্রসাধনী ফ্রিজে রাখতে হয়?

প্রসাধনী ছাড়া যেন দিন পরিপূর্ণ হয় না। সামনে আসছে শীতকাল। শুষ্কতার এই সময়েও প্রসাধনীর গুরুত্ব বেড়ে যায়। তবে গরম এখনও বিরাজমান। তাই কিছু প্রসাধনী ফ্রিজে রাখলে ভালো থাকবে অনেক দিন।

জেনে নিন এ তালিকায় কোন কোন প্রসাধনী আছে–

ক্রিম: প্রয়োজনীয় ক্রিমগুলো একটু ঠান্ডা জায়গায় রাখা ভালো। যেমন: নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিমের মতো প্রসাধনীও ফ্রিজে রাখতে পারলে ভালো হয়। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে।

টোনার: নিয়মিত টোনার সবাই ব্যবহার করেন। তাই টোনার ফ্রিজে রাখতে পারেন। এ ধরনের প্রসাধনী ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। আর ঠান্ডা টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

লিপস্টিক: ফ্রিজে পছন্দের লিপস্টিক রাখতে পারেন। অনেক দিন ভালো থাকবে। এতে লিপস্টিকের মধ্যে থাকা প্রাকৃতিক তেল অনেক দিন ভালো থাকে।

নেইলপলিশ: অনেকেই নেইলপলিশ সবসময় ব্যবহার না করলেও উৎসবে করেন। তাই ফ্রিজে অবশ্যই রাখুন নেইলপলিশ। বাইরে রাখলে অনেক সময় গরমে নেইলপলিশ জমাট বেঁধে যায়।