পুলিশের ধাওয়ায় প্রাইভেটকার রেখে পালায় মাদক কারবারিরা, ২৮৮ বোতল ফেনসিডিল জব্দ

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে থানা পুলিশের ধাওয়ায় প্রাইভেটকার রেখে পলিয়েছে মাদক কারবারি। ২৮৮ বোতল ফেনসিডিল বহন করা প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) ভোর ৬টায় মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানিয়েছে, ফেনীর বর্ডার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি প্রাইভেটকার। পুলিশ গোপন সংবাদ পেয়ে মিরসরাই থামানোর সিগন্যাল দিলে তারা গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনা বেগতিক দেখে মাদক কারবারিরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝিরি পথের ভেতরে প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, সোমবার ভোরে অবৈধ মাদকদ্রব্য ভারতীয় ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেটকার যার নাম্বার (চট্ট মেট্টো-গ-১১-৫১৯৯) ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার খবরে পেয়ে পুলিশ পিছু নেয়। নয়দুরিয়া এলাকায় নাপিত্তাছড়া ঝিরি পথে গাড়িটি রেখে মাদক কারবারি পালিয়ে গেছে। পরবর্তীতে প্রাইবেটকারটিতে তল্লাশি চালিয়ে ২৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল মাদকদ্রব্যসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। তিনি আরো বলেন, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আইনে একটি মামলা (নং ১৬) দায়ের করা হয়েছে।