সিকিমে হরপা বানে নিহত চোদ্দ, নিখোঁজ একশো কূড়ি, পশ্চিমবঙ্গের তিন হাজার পর্যটক আটক

তিস্তার ওপর লোনক হ্রদ। উত্তর সিকিমের এই লোনক হ্রদে হঠাৎই কয়েকমিনিটের মেঘভাঙ্গা বৃষ্টি। যার পরিণতিতে হরপা বান। এই বান আর আকস্মিক জ্বলস্ফীতিতে চোদ্দ জনের মৃত্যু হয়েছে। একশো কূড়ি জন নিখোঁজ। এর মধ্যে বাইশ সেনা জওযান আছেন। গতকাল তেইশ সেনাকর্মী নিখোঁজ ছিলেন। তাঁদের একজন কোনও রকমে সাঁতরে ফিরে আসেন। এই সেনাকর্মী হাসপাতালে ভালো আছেন। সিকিমের চারটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এগুলি হল পাকাঙ, নামচি, মঙ্গন এবং গ্যাংটক। রাজধানী গ্যাংটক এর অবস্থাও সঙ্গীন। জলের তলায় বড় বড় বিল্ডিং। ভেসে গেছে গাড়ি, বাইক। আলো জল নেই। যেহেতু এটি বেড়ানোর মরশুম তাই গ্যাংটকে আটকে পড়েছেন প্রায় তিনহাজার পশ্চিমবঙ্গের পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। শিলিগুড়ি, গ্যাংটক দশ নম্বর জাতীয় সড়ক ধস নেমে বন্ধ থাকায় সেখান থেকে কোনও গাড়ি যেতে পারছেনা, আসতেও পারছেনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুধবার বিকেলে কালিম্পঙ জেলায় সেনা নামানোর নির্দেশ দেন। সিকিম গামী পর্যটকদের এন জে পি স্টেশন থেকেই ফেরৎ পাঠিয়ে দেওয়া হচ্ছে।