বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী আহত

 সেলিম উদ্দীন,কক্সবাজার। চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কালির ছড়া এলাকায় শ্যামলী পরিবহনের ধাক্কায় টমটম (ইজিবাইক) এর চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে আহতদের অবস্থা আশংকাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা সদরের ভারুয়াখালী এলাকার বলে প্রাথমিক ভাবে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা। ৩০ জুন রবিবার দুপুরে মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল একটি টমটম গাড়ী। প্রতিমধ্যে কালির ছড়া এলাকা পৌছলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস অন্য একটি বাহনকে অভারটেক করতে গিয়ে টমটমের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটি খাদে পড়ে যায়, টমটমটি দুমড়ে মুছড়ে সড়কে পড়ে থাকে। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার পুর্বক বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা দূর্ঘটনা কবলিত গাড়ী গুলো জব্দ করছে এবং আহতদের পরিচয় শনাক্তের কাজ চালাচ্ছে।