সংবাদ ওয়েবসাইট নিউজক্লিক-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরোকায়স্থ গ্রেপ্তার

সংবাদ ওয়েবসাইট নিউজক্লিক-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরোকায়স্থকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের ১২ জনের একটি টিম প্রবীরকে তুলে আনেন তার বাড়ি থেকে। বাজেয়াপ্ত করা হয় একাধিক ল্যাপটপ ও হার্ডডিস্ক। প্রবীরের বিরুদ্ধে অভিযোগ-চীনের কাছ থেকে রুপি নিয়ে তিনি তার ওয়েবসাইটে চীনের হয়ে প্রচার চালাতেন। দিল্লি থেকেই গ্রেপ্তার করা হয়েছে আরেক সাংবাদিক অমিত চক্রবর্তীকে।

সিপিএম-এর সাধারণ সম্পাদক সংসদ সদস্য সীতারাম ইয়েচুরির বাংলোতে থাকতেন আরেক সাংবাদিক। পুলিশ সীতারাম ইয়েচুরির বাংলোতেও তল্লাশি চালিয়েছে।
সিপিএম-এর সঙ্গে নিউজক্লিক এর কী যোগাযোগ তা জানতে কেরলেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
মোট ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করার পর দিল্লিতে গ্রেপ্তারগুলো করা হয়। জিজ্ঞাসাবাদ যাদের করা হয়েছে তাদের মধ্যে ৯ জন নারীও রয়েছেন।

প্রবীর পুরোকায়স্থর বিরুদ্ধে অভিযোগ, চীনের কাছ থেকে ৩৮ কোটি রুপি নিয়ে নিউজক্লিক-এ নিরন্তর দেশটির প্রচার চালানোর, প্রোপাগান্ডা করার।

চলতি সপ্তাহে একটি মার্কিন সংবাদপত্র লেখে যে, মার্কিন ধনকুবের নেভিল রয় সিংহম ভারতে একটি ওয়েবসাইট চালাচ্ছেন চীনকে সহযোগিতার জন্য। পুলিশ এখন অনুসন্ধান করছে নেভিল রয় সিংহম-এর সঙ্গে নিউজক্লিক এর সম্পর্কের বিষয়টি নিয়ে।