বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি (এফ.সি.) ও সিন্ডিকেটের ৫৫ তম যৌথ সভা ২৭ জুন ২০১৯ বেলা ১১ টায় চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় ২০১৮-২০১৯ আর্থিক সনের সংশোধিত বাজেট ৩৩৪৩৭.০০ লক্ষ টাকা এবং ২০১৯-২০২০ আর্থিক সনের প্রাক্কলিত বাজেট ৩৩৯১৮.০০ লক্ষ টাকা অনুমোদন করা হয়।
সভাপতির ভাষণে প্রফেসর ড. শিরীণ আখতার মহাকালের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বীর শহীদদের এবং ‘৭৫ এর ১৫ আগস্ট বর্বর হায়েনাদের হাতে নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিন¤্রচিত্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত দু’লক্ষ জায়া-জননী-কন্যার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন।মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) উপস্থিত সম্মানিত সিন্ডিকেট ও এফ.সি. সদস্যবৃন্দকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের প্রতিটি পর্ষদের আন্তরিক ও সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন। এই সফলতার প্রথম সোপান হিসেবে সরকার তাঁকে এ বিশ^বিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব অর্পণ করেছেন। বিশ^বিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়েসুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয় পরিচালনা, শিক্ষা-গবেষণার মান আরওবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সম্পদ সুরক্ষা ও এর যথাযথ ব্যবহার এবং উচ্চ শিক্ষা ও গবেষণার বিরাজমান পরিবেশ সমুন্নত রাখাসহ সর্বোপরি বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে সরকার প্রদত্ত এ গুরু দায়িত্ব পালনেও তিনি সফল হবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণার চলমান ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকেসর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করারউদাত্ত আহবান জানান।
সভায় চ.বি. বিজ্ঞ সম্মানিত সিন্ডিকেট ও এফ.সি. সদস্যবৃন্দ মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতারকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং দেশে উচ্চ শিক্ষা ও গবেষণা উন্নয়নে একটি সময়োপযোগী আধুনিক ধ্যানÑধারণা সম্বলিত বাজেট পেশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় চ.বি. হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মো. ফরিদুল আলম চৌধুরী বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী ২৭ জুলাই ২০১৯ তারিখ অনুষ্ঠিতব্য সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়।