রাঙ্গামাটি সড়কে মালামাল বেঝাই ট্রাক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চলাচল করছে অতিরিক্ত ইট ও মালামাল বেঝাই ট্রাক, চলাচল করছে ফিটনেস বিহীন যানবাহন ও রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল সংশ্লিষ্ট প্রশাসন নিরব । প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, চট্রগ্রম রাঙ্গমাটি মহাসড়কে প্রতিটি ট্রাকে ৮ হাজার ইট ভর্তি ট্রাক অবাধে চলাচল করছে । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে প্রতিদিন ফিটনেস বিহীন যানবাহন চলাচল করে আসছে । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে চলছে রেজিষ্টেশন বিহীন মোটর সাইকেল । সড়কে চলাচল কারী জীপ, সিএনজি অটোরিক্সা, মোটর সাইকেলের কোন বৈধ কাগজ ও লাইসেন্স নেই । নেই সিএনজি অটোরিক্সা চালক ও মোটর সাইকেল চালকের ড্রাইবিং লাইসেন্স । সড়কে অতিরিক্ত ইট বেঝাই ট্রাক ও অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচল ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চলাচলের ফলে প্রতিনিয়িত সংগঠিত হচ্ছে সড়ক দুর্ঘটনা । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাউজান উপজেলার সীমান্তবর্তী গোদার পাড় এলাকায় রয়েছে সৃজনি স্কুল এন্ড কলেজ, রাউজান রাবার বাগান এলাকায় রয়েছে গিরিছায়া মিনি পর্যটন কেন্দ্র ও রেষ্টুরেন্ট. রাউজান রাবার বাগান অফিস, এবি এম ফজলে করিম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালারমুখ এলাকায় বিপ্লবী মাস্টার দা সুর্য সেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রাউজান চারবাটতল এলাকায় রাউজান মহিলা মার্দ্রাসা, জঙ্গল রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউজান পৌরসভার পশ্চিম রাউজান এলকায় সরকারী খাদ্য গুদাম, রাউজান সুরেশ বিদ্যায়তন, উত্তর রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে জলিল বাস ষ্টেশন, সাইদুস সোহাদা মার্দ্রাসা, রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিস, মুন্সির ঘাটায় দাশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউজান সরকরী বিশ^বিদ্যালয় কলেজ, রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডেরবেরুলিয়ায় রাউজান ফায়ার ষ্টেশন, সালাম লায়লা হেফজখানা ও এতিম খানা, রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডে সুলতানপুর উচ্চ বিদ্যালয়, প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, জানালী হাট, রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডেও পুর্ব গহিরায় কুন্ডেশ^রী বালিকা বিদ্যালয় ও বালিক মহাবিদ্যালয়, রাম সেবক সরকারী প্রাথমিক বিদ্যালয় পাশে চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকায় নির্মান করা হচ্ছে কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ভবন, পাওয়ার ষ্টেশন, করিগরি কলেজ, রাউজান হাইওয়ে থানা ভবন, গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি অফিস, শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী কিন্ডার গার্ঢেন স্কুল, গহিরা কলেজ, গহিরা এম এ জে ওয়াউ উচ্চ বিদ্যালয়, গহিরা চৌমুহনী বাজার, গহিরা এফকে জামেউল উলুম কামিল মার্দ্রাসা, রাউজানের পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া উচ্চ বিদ্যালয়, হামদু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে থাকা শিক্ষা প্রতিষ্টানে প্রতিদিন সড়ক দিয়ে পায়ে হেটে হাজার হাজার স্কুল কলেজের শিক্ষার্থী স্কুল কলেজে যাওয়া আসা করে। সড়কে অতিরিক্ত ইট বোঝাই ও মালামাল বোঝাই নিয়ন্ত্রন হারিয়ে দুঘর্টনার সৃষ্টি হয় । বেপরোয়া মোটর সাইকেল চলাচলের সময়ে ও সড়কে দুর্ঘটনা বৃদ্বি পায় । ফিটনেস বিহিনী যানবাহন চলাচল করার সময়ে সড়কে দুঘর্টনা সংগঠিত হয়ে আসছে । গত এক বৎসর পুর্বে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ফকির তকিয়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮ জনের মৃত্যু হয় । এছাড়া ও চট্টগ্রাম রাঙ্গামিটি সড়কে গত এক বৎসরে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয় । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে অবস্থিত স্কুল কলেজ, মার্দ্রসার শিক্ষার্থীরা প্রতিদিন জীূবনের ঝুকিঁ নিয়ে সড়কের পাশ দিয়ে পায়ে হেটে শিক্ষা প্রতিষ্টানে আসা যাওয়া করে। গত ২২ জুন রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি উদ্বেগ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে রাউজান হাইওয়ে থানার পুলিশ দায়িত্ব পালন করার পর ও কি করে প্রতিটি ট্রাকে ৮ হাজার ইট ভর্তি ট্রাক চলাচল করে। রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে অতিরিক্ত ইট বোঝাই ট্রাক ও অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক, জীপ, লাইসেন্স বিহিন মোটর সাইকেল চলাচল বন্দ্ব করার জন্য রাউজান হাইওয়ে থানার পুলিশকে নির্দেশ দিলে ও পুলিশ তা পালন করছেনা । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজান রাবার বাগান এলাকায়, গহিরা বড়পুল এলাকায় প্রতিনিয়ত রাউজান হাইওয়ে থানার পুলিশ সড়কে চলাচল কারী যানবাহন থামিয়ে উঃকোচ নিলে ও অতিরিক্ত ইট বোঝাই ট্রাক ও অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক, জীপ, লাইসেন্স বিহিন মোটর সাইকেল চলাচল বন্দ্ব করছেনা । এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি মোঃ জহিরুল হক এমপি রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় গত একমাসে ৮০টি মামলা দিয়েছে বলে জানান । অতিরিক্ত ইট বোঝাই ট্রাক ও অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক, জীপ, লাইসেন্স বিহিন মোটর সাইকেল চলাচল বন্দ্ব প্রসঙ্গে রাউজান ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মোতালেব বলেন, ট্রাকে অতিরিক্ত ইট বোঝাই বন্দ্ব করার জন্য আমি পুর্বে প্রচেষ্টা চালিয়েছি অতিরিক্ত ইট বোঝাই ট্রাক আটক করে ট্রাক থেকে অতিরিক্ত ইট নেমে রাখা হয় । এই কার্যক্রম করার পর ট্রাকের মালিকেরা আমার বিরুদ্বে ঘড়যন্ত্র করে । পরবর্তী ট্রাক মালিকেরা তাদের ট্রাকে অতিরিক্ত ইট পরিবহন করে আসছে । কয়েকজন ট্রাক চালক, ট্রাক মালিক অভিযোগ করে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে ট্রাক চলাচলের সময়ে হাইওয়ে থানার পুলিশ, পুলিশকে মাসোহারা দিতে হয় । পুলিশকে ঊৎকোচ দিয়ে টোকেন নিয়ে সড়কে ট্রাক চলাচল করছে ।
ছবির ক্যাপশনঃ মাদকদ্রব্যের অপব্যবহার মাদক পাচার রোধ আন্তজাতিক দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বনাঢ্য র‌্যালীর একাংশ