বুধবার (২৬ জুন) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার গোমদন্ডি থেকে সাংবাদিক গোলাম মওলা মুরাদ এর আব্বা হাবিবুর রহমানকে উদ্ধার করা হয়েছে।
সাংবাদিক গোলাম মওলা মুরাদ খবরটি নিশ্চিত করে বলেন শোকর আলহামদুলিল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতায় আব্বাকে খুঁজে পেয়েছি বোয়ালখালী গোমদন্ডীতে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
তিনি গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম মেয়র গলি এয়াকুব মসজিদের পাশ থেকে হারিয়ে গিয়েছিলেন। তিনবার স্ট্রোক করার কারনে উনি ভালোভাবে কথা বলতে পারেন না। এ সময় তাঁর পরনে ঘিয়ে রঙের হাফ শার্ট এবং লুঙ্গি ছিল। দাড়ি সাদা। হাবিবুর রহমানের বয়স আনুমানিক ৮৫ বছর।











