চুয়েট: ১৫ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন

ছাত্র সংসদ নির্বাচনসহ ১৫ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (চুয়েট)। বুধবার (২৬ জুন) সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। 
শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচন, খাবারের মান বৃদ্ধি, ভর্তুকী বৃদ্ধি ও বিদ্যুৎ সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানা আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে তাদের ১৫ দফা দাবি মানা না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।