ইপিজেড এলাকায় জুয়েলারী সমিতি’র প্রতিবাদ সমাবেশ

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ আয়শার বাপের গলিতে গত ২৩জুন মধ্যরাতে নিহত মনিশ্রী জুয়ের্লাসের মালিক স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় ধরের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ২৬জুন বুধবার সকাল ১১টায় নিকটস্থ বিমানবন্দর সড়কের পাশে অনুষ্ঠিত হয়।
এলাকার সকল বৈধ স্বর্ণ ব্যবসায়ীরা প্রায় ১ঘন্টা দাড়িঁয়ে সঞ্জয় ধরের প্রকৃত খুনি-দোষি ও জড়িতদের আইনের মাধ্যমে কঠোর শাস্তি দানের জোর দাবি জানিয়েছেন।কর্মসূচিতে সংহতি জানান ’দক্ষিণ-মধ্যম হালিশহর,পতেঙ্গা জুয়েলারী সমিতি’র সিনিয়র সহ-সভাপতি বাবু প্রনবসাহা,অকিরিক্ত সাঃসম্পাদক সুজিত ধর,বাজুস সহ-সভাপতি ও পতেঙ্গা জুয়েলারী সমিতির উপদেষ্টা-সিধুল কান্তি ধর,অর্থ সম্পাদক-মৃদুল কান্তি ধর,সাংগঠনিক সম্পাদক-শ্যামল ধর ,রকি বিশ্বাস,শ্যামল চন্দ্রদাশ, সদস্য নিকিল ধর,রবি ধর,রুবলে দাশ,সন্তোষ ধর প্রমুখ ।
একই দিন দুপুর ১২টায় ”শান্ত-সত্য পরিষদ” উদ্যোগে স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় ধরের খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করে। এসময় বক্তব্য রাখেন সন্তোষ ধর,সত্যজিৎ ধর,সজীব দাশ,মন্টু সরকার, আশীষ চৌধুরী,মৃদুল ধর প্রমুখ।
উভয় কর্মসূচি থেকে স্বর্ণ ব্যবসায়ীরা জোর দাবি তুলে বলেন, পুলিশের এতো সব সোর্স ব্যবস্থা থাকার পরেও কেন প্রকৃত আসামী ধরতে দেরী হচ্ছে তা আমাদের বোঝগম্য নহে।তাই মানববন্ধন-প্রতিবাদ সভা থেকে জানাতে চাই দ্রত খুনিদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি দিচ্ছি। অন্যতায় বাজুস কেন্দ্রিয় সিদ্ধান্ত নিয়ে তীব্র আন্দোলন সহ ব্যবসা প্রতিষ্ঠান অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনার মতো কর্মসূচির ডাক দিবেন বলে জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা পুলিশের সহায়তায় ঘটনাস্থলের সামনে ব্যানার,ফ্যাস্টুন ও প্লেকাড প্রদর্শন করেন।