মোঃ মহিন উদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরী বাড়ীর অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার ও বীর মুক্তিযোদ্ধা এসএম ইলিয়াছ চৌধুরী(৭০) ইন্তেকাল করেছেন ইন্নালইল্লাহি ওয়াইন্নাল ইলাহির রাউজিউন।
২৬ জুন বুধবার সকাল সাতটার সময় চট্টগ্রাম নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এ বীর সেনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট ও নানা রোগে ভোগছেন। তিনি চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ বীর সুর্য সন্তান মৃত্যুকালে স্ত্রী,বিসিএস ক্যাডার হওয়া দুই ছেলে এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব,গুণাগ্রাহী রেখে যান। ফরহাদাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মুহরী বলেন, বীর মুক্তিযোদ্ধা এসএম ইলিয়াছ চৌধুরী আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা জানাচ্ছি। আজ সন্ধ্যায় ইউসুফ চৌধুরী বাড়ীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার মোঃ নুরুল আলম বলেন, আমার রনাঙ্গনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এসএম ইলিয়াছ চৌধুরী ছিলেন একজন সৎ সাহসী ও মুক্তিযুদ্ধের প্রত্যেক্ষভাবে সংগঠিত অনেক ঘটনার স্বাক্ষী ও বটে। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,হাটহাজারী অনলাইন প্রেসক্লাব,ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড,চট্টগ্রাম জেলা সংসদ সন্তান কমাণ্ড,ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার,উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নবগঠিত ইউনিট আহবায়ক কমিটি ও সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ এবং উপজেলা মুক্তির সংগ্রাম পাঠচক্র।











