শফিউল আলম,রাউজান প্রতিনিধি: রাউজানে বন্যা কবলিত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, রান্না করা খিচুড়ি পৌঁছে দিয়েছেন তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী। গতকাল বুধবার তিনি নৌকা চড়ে আবার কখনো কোমড় পানি দিয়ে পায়ে হেঁটে বন্যায় আটকে পড়া মানুষকে এসব সামগ্রী বিতরণ করেন। জানা যায়,৩ হাজার ৮০০ পরিবারকে ১০ কেজি করে ৩৮ টন চাল, ৫ হাজার পরিবারকে রান্না করা খিচুড়ি এবং এলাকাভিত্তিক ২ হাজার পরিবারকে শুকনো খাবার বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব বশির উদ্দিন খান, আলমগীর আলী,জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বি এম জসিম উদ্দিন হিরু,সেস্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সহ সভাপতি মঈনুদ্দিন জামাল চিশতী প্রমুখ।এছাড়াও ফরাজ করিম চৌধুরী দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান তৎপরতা বিতরণ করেন।অপরদিকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যা দুর্গত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। ডাবুয়া ইউনিয়নে চাল বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মিঠু শীল, জসিম উদ্দিন, বাদশাহ মিয়া, নাজিমুদ্দিন, আজাদ হোসেন, আসাদ হোসেন, শাহাদাত হোসেন তালুকদার, সচিব শওকত হোসেন চৌধুরী। কাউন্সিলর আজাদ হোসেন জানান, তাঁর ওয়ার্ডে দু’শত পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। রাউজান উপজেলঅ নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানে বন্যাতদের সহায়তার জন্য সরকারী ভাবে ৩৫ মেট্রিকটন চাউল, ১লাখ ৫০ হাজার টাকা বরাদ্ব পাওয়া গেছে । সরকারী ভাবে বরাদ্ব পাওয়া চাউল ও টাকা স্থানীয় জ৭নপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় পরিবারদের মধ্যে বিতরন করাপ হচ্ছে ।
বাড়ি আমাদের চট্টগ্রাম শহর থেকে দূরে রাউজানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ফারাজ করিম চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা