পাইপগান, কার্তুজ, ছোরাসহ দুই যুবক গ্রেফতার

নগরের কোতোয়ালী থানার শাহ আমানত রোড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান, ২টি কার্তুজ ও একটি ছোরাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উত্তর পশ্চিমে এ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত দুই আসামী হলেন- ঢাকার মোহাম্মদপুর এলাকার শামসুল হকের ছেলে মো. রাসেল ওরফে সুজন (২৪) ও চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার নুর ইসলামের ছেলে আব্দুল কাদের ওরফে শান্ত (২৫)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।