চান্দগাঁও থানা পাঠানিয়া গোদা এলাকা থেকে গলায় রশি পেচানোবস্থায় কাভার্ড ভ্যানের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মো. রাকিবুল ইসলাম রাকিবের (৩৩) নামে কার্ভাড ভ্যানটির এ চালককে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
আজ মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চাঁদগাও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, আমাদের পুরাতন থানা কাছে শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের ভেতরে লাশটি পাওয়া গেছে। হয়তো রাতে তাকে কেউ হত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক অবস্থা দেখে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি।