হাটহাজারীতে শিশু ধর্ষণ

হাটহাজারীতে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাহ পাড়ায় ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক সুমন (৩২) পলাতক রয়েছে। সুমন ওই এলাকার শফি মাষ্টার বাড়ির শফি মাষ্টারের পুত্র বলে জানা গেছে।

জানা যায়, বিদেশ ফেরত বখাটে সুমন সোমবার রাত ১১টার দিকে ১৩ বছরের এক শিশুকে ফুসলিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে ক্ষতিগ্রস্থ শিশুটির চমেকে হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন,ঘটনাটি জেনেছি। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ কাজ করছে।