আইনের দ্বারস্থ ‘সুড়ঙ্গ’ টিম

দীর্ঘদিন পর বাংলা সিনেমায় সুবাতাস বইছে। গেল ঈদে মুক্তি পেয়ে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ তুমুল প্রতিযোগিতা করে। এরই মাঝে দু’টি সিনেমাই সুপারহিটের তকমা গায়ে মেখে দেশের গণ্ডি পেরিয়েছে। বিদেশেও চলছে রমরমা ব্যাবসা। কিন্তু এমন অবস্থায় পড়েছে শকুনের চোখ। পাইরেসির কবলে পড়ে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। কেউ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফরমে ছড়িয়ে দিয়েছে এই ছবি। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফি। এক ফেসবুক স্ট্যাটাসে পাইরেসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

যারা এই জঘন্য কাজটি করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন রাফি।
নির্মাতা লেখেন, একটা ফিল্মকে পাইরেসি করা হলো পরিকল্পনা করে। শুরুতেই ছেড়ে দেয়া হলো গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো। তারপর নিজেদের লোক দিয়ে ফেসবুক, ইউটিউবে সেটা ভাইরাল করে দেয়ার চেষ্টা হলো। এরপর এখন তো পুরো সিনেমাই। পাইরেসি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সিনেমার অভিনেত্রী তমা মির্জাও। নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, আমাদের সিনেমাটা পাইরেসি করে দিলো, কই সেটা নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য মুভির তো এমন ভয়াবহভাবে পাইরেসি হতে দেখলেন না কেউ! যদিও আমাদের টিম দিন নেই, রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে। এদিকে গতকাল বিকাল ৩টায় পাইরেসি নিয়ে অভিযোগ করতে ডিবি কার্যালয়ে যান অভিনেতা আফরান নিশো সহ ‘সুড়ঙ্গ’ টিম।