দুই লাখ টাকা বকেয়া বিল আদায়

নগরের মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা বকেয়া বিল আদায় করেছেন চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিল বকেয়া রাখার অপরাধে তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার বলেন, অভিযানে একাধিক গ্রাহকের কাছ থেকে দুই লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে। পাশাপাশি তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।