ডেঙ্গু ফিরছে মহামারী রূপে: বিশ্ব স্বাস্থ্য

করোনার চোখ রাঙানির পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবার আরও এক ভয়াবহ বার্তা দিয়েছে- ডেঙ্গু ফিরছে মহামারী রূপে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস আজেপ্তাই জাতীয় মশার বংশবৃদ্ধি হচ্ছে দ্রুত। ফলে, গোটা পৃথিবীতেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। হু’র হিসেব অনুযায়ী গতবছর ১২৯টি দেশে মোট প্রায় ৫২ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। চলতি বছরে ইতিমধ্যেই লাতিন আমেরিকায় ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ৪০ লাখ মানুষ। আর্জেন্টিনা, বলিভিয়া, পেরু, প্যারাগুয়েতে ডেঙ্গু ভয়াবহ চেহারা নিয়েছে। করোনার মতোই ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু- এমনটাই আশংকা হু’র। তাদের নেগলেক্টেড ডিজিজ কন্ট্রোল বিভাগ জানাচ্ছে- এডিস আজেপ্তাই জাতীয় মশা চরিত্র বদলাচ্ছে। কামড়ের নির্দিষ্ট সময়ও বদলাচ্ছে। তারা জনগণকে অবিলম্বে মশারি ব্যবহার করার নির্দেশ দিয়েছে।

মশার আতুরঘর বিনষ্ট করতে বলা হয়েছে। বাড়িতে কোথাও পানি জমা থাকলে তা সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।