বন্দর ইপিজেড পতেঙ্গায় ১ আগষ্ট থেকে ভোটার হালনাগাদ

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১লা আগষ্ট থেকে বন্দর-ইপিজেড পতেঙ্গা এলাকায় হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম শুরু হচ্ছে। নিকটস্থ স্কুল শিক্ষকদের সাথে যোগাযোগ করে তথ্য ফরমে লিপিবদ্ধ হবার জন্য আঞ্চলিক নির্বাচনী কার্যালয় থেকে তথ্য পাওয়া গেছে।
যাদের জন্ম ১ জানুয়ারির ২০০৪ পর্যন্ত তারা নিবন্ধনের তালিকায় আসবে। ৬টি ওয়ার্ডের (৩৬–৪১নং) যারা পূর্বে ভোটার হননি তারা ও এই কার্যক্রমে ভোটার তালিকায় অংশ নিতে পারবেন। কার্যক্রম টি ১আগষ্ট শুরু হয়ে আগামী ২৮আগষ্ট পর্যন্ত চলবে বলে থানা নির্বাচনী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রতিবেদক জানিয়েছেন।
তিনি আরো জানান, আগামী ৮সেপ্টেম্বর থেকে স্ব স্ব ওয়ার্ডের নিকট সুবিধাজন একটি কেন্দ্রে(স্কুল) তালিকায় তথ্যপ্রাপ্তদের ছবি তোলা শুরু হবে এবং তা শেষ হবে৯ই অক্টোবর বিকেলে।
পূর্বে বাদপড়া এবং আগ্রহী সকল বৈধ নাগরিকদের নির্বাচনী তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তভূক্ত হবার জন্য থানা নির্বাচনী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বিশেষ অনুরোধ জানিয়েছেন।