নওফেল এর প্রচারণা শুরু

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের পর জোরেসোরে প্রচারণা শুরু হয়েছে সারাদেশে।

এরই ধারাবাহিকতায় বাণিজ্যিক রাজধাণীখ্যাত বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামেও সব দলের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।।

এ সময় নওফেলের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ নেতাকর্মীরা।

জিয়ারত শেষে আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, সাংগঠনিকভাবেও শক্তিশালী। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামে প্রচুর উন্নয়ন কাজ করেছে। এসব কারণে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।