ডাকাতির প্রস্তুতিকালে হাটহাজারীর দুই ব্যক্তি আটক : অস্ত্র উদ্ধার

হাটহাজারী প্রতিনিধিঃ ডাকাতির প্রস্তুতি কালে মোঃ নাসির উদ্দিন টিপু (২৯), ও সাজ্জাদ (২২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১১ জুলাই) বিকালের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৭ কর্তৃপক্ষ গণমাধ্যমকে আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত ০৮ জুলাই নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকার পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত মো.নাসির উদ্দিন টিপু উপজেলার ফতেয়াবাদ এলাকার এসএম জামাল উদ্দীনের এবং ,মো.সাজ্জাদ একই এলাকার মো.লোকমানের পুত্র। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে আটককৃত দুই ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকার পাকা রাস্তার উপর অবস্থান করছে জানতে পেরে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে একটি প্লাস্টিকের তৈরী খেলনা পিস্তল এবং ০১টি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়। তারা দুজন বায়েজিদ বোস্তামী থানা এলাকাসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ ডাকাতি এবং খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে বিভিন্ন পথচারী থেকে ছিনতাই করে আসছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব-৭।