রাউজানে কৃষি জমি ভরাট করে একের পর এক ভবন নির্মান

শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজান জলিল নগর বাস ষ্টেশনের পাশে কৃষি জমি ভরাট করে একের পর এক ভবন নির্মান করার হিড়িক পড়েছে । রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের জলিল নগর বাস ষ্টেশনের পাশে কৃষি জমি মাটি ভরাট করে বাণ্যিজিক ভবন নির্মান করছে অবাধে। রাউজান জলিল নগর বাস ষ্টেশনের ঢেউয়া পাড়া মৌজা, সাপলঙ্গা মৌজায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হয়েছে পাকা ভবন । ব্যাপকহারে কৃষি জমি ভরাট করে একের পর এক ভবন নির্মান করায় কৃষি জমির পরিমান কমছে। অপরদিকে কৃষি জমি ভরাট করায় বর্ষার মৌসুমে বৃষ্টির পানি প্রবাহে বাধা হয়ে এলাকায় জলবদ্বতা সৃষ্টি হয়ে ফসলী জমির ফসল, ব্যবসা প্রতিষ্টান সড়ক পানিতে ডুবে মানুষের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে । সম্প্রতি জলিল নগর বাস ষ্টেশনের থানা রোডের উত্তর পাশে বিশাল আয়তনের ফসলী জমিতে পাকা খুটি পুতে কৃষি জমি মাটি ভরাট করে ভবন নির্মান করার পায়তারা চালিয়ে যাচ্ছে । পাশে একটি ফসলী জমি বৈদ্যুতিক টাওয়ারের নিচে ও দক্ষিন পাশে মাটি ভরাট করেছে । এ ব্যাপারে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরীর কাছে ফোন করে জানতে চাইলে, পৌর কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরী বলেন, কৃষি জমি ভরাট করার বিষয়ে আমি অব্গত নয় । আমি খোজঁ নিয়ে দেখছি ।