জেনিন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল

অবশেষে জেনিন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। এর আগে গত ২রা জুন থেকে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ফিলিস্তিনি শহরটিতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তবে সেনা প্রত্যাহার শুরু হলেও এখনও জেনিন শরণার্থী শিবির এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

বিবিসির খবরে জানানো হয়, এই অভিযানে এক ইসরাইলি সেনাও নিহত হয়েছেন। শরণার্থী শিবির থেকে চলা গুলিতে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও নিশ্চিত করেন, ইসরাইলি সেনাদের জেনিন মিশন শেষের পথে। তবে এটাই শেষ অভিযান নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। তেল আবিবের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো ও অস্ত্রভাণ্ডার ধ্বংসই অভিযানের উদ্দেশ্য। এর আগে গাজা থেকে ছোঁড়া ৫টি রকেট ভূপাতিতের দাবি করে নেতানিয়াহু প্রশাসন। তবে কোন সংগঠন এই রকেট ছুঁড়েছে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ইসরাইলি অভিযানের প্রতিশোধ হিসেবে তেল-আবিবে ছুরি হামলা চালিয়েছে হামাস। এতে সাত ইসরাইলি আহত হয়েছে। পরে এক ইসরাইলি বেসামরিকের গুলিতে ওই হামাস সদস্য নিহত হয়।